কলকাতা: আজ মধ্যরাতের মধ্যেই হবে অ্যাকশন৷ হুঁশিয়ারি দিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ তবে মধ্যরাত আসার আগেই টুইটে সুর চড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালের নাম উল্লেখ না করেই তাঁকে ‘রাতের রক্তচোষা’ বলে তোপ দাগলেন ব্রাত্য। তাঁর হাত থেকে রক্ষা পেতে সকলকে সাবধানও করে দিলেন শিক্ষামন্ত্রী।
রাজ্যপালের নাম না নিলেও, এদিন তাঁর কথা উদ্ধৃত করেই ব্রাত্য লেখেন, ‘‘মধ্যরাত পর্যন্ত দেখুন, অ্যাকশন দেখুন।’’ তিনি আরও লেখেন, ‘‘সাবধান! সাবধান! সাবধান! শহরে নতুন রক্তচোষা (ভ্যাম্পায়ার) এসেছে। নাগরিকেরা দয়া করে সতর্ক থাকুন। ভারতীয় পুরাণ মেনে, ‘রাক্ষস প্রহরের’ জন্য অধীর অপেক্ষায় আছি।’’
উল্লেখ্য, শনিবার সকালে একটি অনুষ্ঠান সেরে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, ‘‘আজ মধ্যরাতের জন্য অপেক্ষা করুন। অ্যাকশন কাকে বলে সেটা দেখতে পাবেন।’’ রাজ্যপালের এই মন্তব্যকে কটাক্ষ করেই টুইট করেন ব্রাত্য।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে নবান্ন-রাজভবন তরজা। রাজ্যের অভিযোগ, কোনও রকম আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে একের পর এক অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল বোস। তাঁর দাবি, তিনি যাঁদের উপাচার্য পদে নিয়োগ করছেন, তাঁদের শিক্ষা দফতরের আমলারা হুমকি দিচ্ছে। তিনি এও বলেন, রাজ্য সরকার যাঁদের উপাচার্য পদে মনোনীত করেছিল তাঁদের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, কারও বিরুদ্ধে অভিযোগ রয়েছে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।