কলকাতা: বুধবার সকাল ১১টা ৩৪মিনিটে কলকাতায় ইডি-র দফতরে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় তাঁর গাড়ি। তারপর থেকে সওয়া ৯ ঘণ্টা পার হয়েছিল। অবশেষে ইডির অফিস থেকে বেরলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বেরিয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। অভিষেক জানান, এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। কিন্তু তিনি সব ক্ষেত্রে সহযোগিতা করবেন। আগামী দিনেও যদি তাঁকে ডাকা হয়, ২৪ ঘণ্টাও যদি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাতেও তাঁর কিছু যায় আসে না বলে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, যাই জানতে চাওয়া হোক, তাঁর কাছে সব উত্তর আছে।
বুধবার দিল্লিতে ছিল বিজেপি-বিরোধী জোটের ‘সমন্বয় কমিটি’র বৈঠক৷ আজ ইডির তলবে সাড়া দেওয়ার জন্য এই বৈঠকে যেতে পারেননি তৃণমূল নেতা। ইডি দফতর থেকে বেরিয়ে তাঁর তোপ, তিনি যাতে বৈঠকে না থাকতে পারেন, তাই আজকেই ডাকা হয়েছে। বেছে বেছে সব দল বাদ দিয়ে তৃণমূলের প্রতিনিধিকেই ডাকা হল। এর অর্থ, বিজেপি ‘ইন্ডিয়া’ জোটে তৃণমূলের ভূমিকাকে ভয় পাচ্ছে। অভিষেক আরও বলেন, বছরের পর বছর ধরে একাধিক মামলার তদন্ত চলছে, কিন্তু কোনও সুরাহা নেই। ৯ বছর ধরে সুদীপ্ত সেন জেলে, কিন্তু এখনও কটা লোক সারদার টাকা পেয়েছে কেউ জানে না। ১ বছর প্রায় পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি, কোনও সুরাহা হয়নি। আসলে এই প্রসঙ্গ তুলে অভিষেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।