কলকাতা: নবম-দশম, গ্রুপ ডি নিয়ে চাকরি বাতিলের নির্দেশ ছিলই। এবার গ্রুপ সি নিয়েও একই রকম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে ৮৪২ জনের। আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, শনিবার দুপুর ১২টার মধ্যে এদের সকলের সুপারিশপত্র বাতিল করতে হবে কমিশনকে আর দুপুর ৩টের মধ্যে নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন- নিয়োগ ইস্যুতে মিছিলের অনুমতি শেষমেষ মিলল, তবে মানতে হবে আদালতের শর্ত
আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৬-এর গ্রুপ সি পদের চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁদের ওএমআর শিটে গরমিল ছিল, তার তালিকা প্রকাশ করতে হবে। সেই মতোই এই তালিকা গতকাল প্রকাশ করেছে এসএসসি। জানা গিয়েছে, ওএমআর সিটের ৯০ শতাংশে কারচুপি হয়েছে। এরপর এসএসসির সুপারিশপত্র ছাড়াই চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল ৫৭ জন গ্ৰুপ-সি কর্মীর বিরুদ্ধে। সেই নামের তালিকা প্রকাশ করতেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২ ঘণ্টা সময় দেওয়া হলেও তার আগেই সেই তালিকা প্রকাশ করে এসএসসি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”চাকরি যাচ্ছেই! সিঙ্গেল বেঞ্চের রায় বহাল! HC upholds order over job termination of secondary teachers” width=”560″>
বিষয় হল, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র না পেলে চাকরি মেলে না উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের ক্ষেত্রে। এই সুপারিশপত্রের ভিত্তিতে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এই ৫৭ জনের ক্ষেত্রে কোনও সুপারিশপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। সব মিলিয়ে গোটা তালিকা খতিয়ে দেখে মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।