আলবিদা! বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া কারখানা

কলকাতা: বাঙালির আবেগে আঘাত। বন্ধ হয়ে গেল একশো বছরেরও বেশি পুরনো তারাতলা ব্রিটানিয়া কোম্পানি। কলকাতার এই বিস্কুট তৈরির কারখানায় ১২২ জন স্থায়ী কর্মী ছিলেন। অস্থায়ী…

britania

কলকাতা: বাঙালির আবেগে আঘাত। বন্ধ হয়ে গেল একশো বছরেরও বেশি পুরনো তারাতলা ব্রিটানিয়া কোম্পানি। কলকাতার এই বিস্কুট তৈরির কারখানায় ১২২ জন স্থায়ী কর্মী ছিলেন। অস্থায়ী কর্মীর সংখ্যা ২৫০৷ যদিও কারখানার স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কোম্পানির তরফে। কিন্তু অস্থায়ী কর্মীরা ক্ষতিপূরণের অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ রয়েছে।

 

 

তারাতলার ব্রিটানিয়া কোম্পানিতে বছরে আড়াই হাজার টন উৎপাদন হত৷ হঠাৎ করেই চলতি কারখানায় ঝুল তালা৷ কর্মীরা কাজে গিয়ে দেখেন কারখানার গেটের বাইরে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান। কোম্পানি বন্ধের কোনও কারণ উল্লেখ করা হয়নি৷

 

তবে ১০ বছরের বেশি সময় যাঁরা এখানে কাজ করছেন, তাঁদের এক কালীন ২২ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। দশ বছরের নীচে ছ’ বছর পর্যন্ত যাঁরা এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়৷ তবে ২০০৪ সাল থেকে যাঁরা ক্যাজুয়াল স্টাফ হিসাবে যোগ দিয়েছিলেন, তাঁদের তাঁদেরকে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা করে দিয়েছে ব্রিটানিয়া কোম্পানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *