সংক্রমণের মাত্রা কমেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব

সংক্রমণের মাত্রা কমেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে চিন্তায় তাঁর দল, তাঁর অনুগামীরা। সম্প্রতি তাঁর সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পেয়ে চিকিৎসকরা দেখেছেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে সাঙ্ঘাতিক কোনও অসুখ ধরা পড়েনি৷ এবার মেডিক্যাল বুলেটিন অনুসারে জানা গেল, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতিতে উন্নতির লক্ষ্মণ দেখা দিচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত সঙ্কট যে কেটেছে তা বলা যাবে না, কিন্তু তাঁর শরীরে সংক্রমণের মাত্রা কমেছে। তাই এখনই আতঙ্কের কিছু নেই বলেই আশ্বস্ত করেছেন তারা। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তে সংক্রমণের মাত্রা আগের তুলনায় কমলেও তা আপাতত স্বাভাবিকের থেকে বেশি। ক্রিয়েটিনিনের মাত্রাও কমেছে আগের থেকে। চিকিৎসকরা মনে করছেন, তিনি যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এটা তারই ইঙ্গিত। তবে এখনই তাঁর ভেন্টিলেশনের মাত্রা কমানো হয়নি। হয়তো আগামী ক’দিনে কমানো হতে পারে, সেই ভাবনা চলছে। যদিও পুরোটাই নির্ভর করছে তাঁর শারীরিক স্থিতির ওপর। প্রসঙ্গত, তাঁর সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট বলছে, বুদ্ধদেবের দু’টি ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত। ফুসফুসের টিস্যুগুলি শক্ত এবং কঠিন হয়ে গিয়েছে। চিকিৎসার ভাষায় এটি হল ‘লাং ফাইব্রোসিস’। 

শনিবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই অস্বস্তি ধীরে ধীরে আরও বৃদ্ধি পায়৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। চিকিৎসকেরা তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে বালিগঞ্জের পাম অ্যাভিনিউ থেকে গ্রিন করিডোর করে বুদ্ধদেবকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *