নতুন মন্ত্রিসভায় বড়সড় রদবদল! কারা পেলেন কোন দফতর

নতুন মন্ত্রিসভায় বড়সড় রদবদল! কারা পেলেন কোন দফতর

 

কলকাতা: তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের সরকার গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভায় শপথ নিয়েছেন ৪৩ জন মন্ত্রী। প্রথম থেকেই ইঙ্গিত মিলেছিল যে এবারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হতে চলেছে এবং জায়গা করে নিচ্ছেন অনেক নতুন মুখ। সেই প্রেক্ষিতে দেখা গেল দফতরের ক্ষেত্রে মুখ বদল হয়েছে একই সঙ্গে নতুন মুখের দেখা মিলেছে মন্ত্রিসভায়। পুরনো মন্ত্রীরা এবারেও মন্ত্রী হয়েছেন কিন্তু কিছু ক্ষেত্রে দফতর বদলেছে। আবার কিছু নতুন মুখ জায়গা করে নিয়েছে গুরুত্বপূর্ণ দফতরে‌। সব মিলিয়ে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্য থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন, জমি এবং পরিবার কল্যাণ দফতর নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মিত্রকে ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দফতরে। এদিকে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়নের দফতর সামলাবেন সুব্রত মুখোপাধ্যায়। গতবারের মতো শিক্ষা দফতর এবার আর পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকল না। এবার তিনি পেলেন শিল্পের দায়িত্ব। শিক্ষা দফতর পেলেন ব্রাত্য বসু। এদিকে আগেরবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবার পেলেন বন মন্ত্রীর দায়িত্ব। খাদ্য দফতরের দায়িত্ব এবার সামলাবেন রথীন ঘোষ। এর পাশাপাশি ক্রীড়া দফতর হাতে পেলেন সেই অরূপ বিশ্বাস একইসঙ্গে এবার বিদ্যুৎ দফতর সামলাবেন তিনি, এদিকে ফিরহাদ হাকিম হলেন পরিবহন মন্ত্রী। কৃষি দফতর হাতে পেলেন শোভন দেব চট্টোপাধ্যায় যিনি আগে বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। এদিকে জল সম্পদ উন্নয়ন মন্ত্রী হয়েছেন মানষ রঞ্জন ভূইয়া। সাধন পাণ্ডে হলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + one =