নন্দীগ্রাম মামলায় শুভেন্দুকে নোটিশ হাইকোর্টের, যাবতীয় তথ্য সংরক্ষণের নির্দেশ

নন্দীগ্রাম মামলায় শুভেন্দুকে নোটিশ হাইকোর্টের, যাবতীয় তথ্য সংরক্ষণের নির্দেশ

কলকাতা: বুধবার বিচারপতি শম্পা হালদারের এজলাসে শুরু হয় নন্দীগ্রাম মামলার শুনানি৷ শুনানির প্রথম দিনেই নন্দীগ্রাম মামলায় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ করল কলকাতা হাইকোর্ট৷ পাশাপাশি নির্বাচন কমিশনকে যাবতীয় নির্বাচনী তথ্য সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে৷ মামলার পরবর্তী শুনানি হবে ১২ অগাস্ট৷ 

আরও পড়ুন- শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু রহস্য উদঘাটনে কাঁথি পৌঁছল CID

এদিন বিচারপতি শম্পা সরকার বলেন, এই ইলেকশন পিটিশনে কোনও ত্রুটি নেই। এটা বৈধ৷ সেই মোতাবেক শুভেন্দু অধিকারীকেও নোটিশ করা হয়৷ সেই সঙ্গে বিচারপতি সমস্ত তথ্য, ভিডিও রেকর্ডিং, নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন৷ সব জমা রাখতে হবে রিটার্নিং অফিসারকে জানাবে৷ এদিন আবেদনকারীর আইনজীবীকে তাঁর প্রশ্ন, আপনি এই মামলায় কোন বিষয়টি যুক্ত করতে চাইছেন? আবেদনকারীর আইনজীবী এসএন মুখোপাধ্যায় বলেন, আমরা গত ২১ মে ৪৫ দিনের মধ্যে ফাইল করেছি৷ তখন মামলাটি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে ছিল৷ ১৮ জুন বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলা ওঠে৷ ২৪ জুন আবেদনকারী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন৷  

আরও পড়ুন- সময়ে সময়ে টাকা পৌঁছে যাচ্ছে বিনয় মিশ্রের কাছে! অনুমান করছে সিবিআই

প্রসঙ্গত, ২ মে ভোট গণনার দিন সকালে প্রথম থেকেই এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী৷ পরের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যান৷ শেষের দিকে লড়াই হয় হাড্ডাহাড্ডি৷ এমনকী সংবাদ সংস্থা এএনআই ঘোষণা করে দিয়েছিল ১,২০০ ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু নন্দীগ্রামে কে জয়ী হয়েছেন তা নিয়ে টানাপোড়েনের মধ্যে মাঝরাতে শুভেন্দুকে জয়ী ঘোষণা করা হয়৷ ১,৯৫৩ ভোটে তাঁকে জয়ী ঘোষণা করে কমিশন৷ এর পরেই গণনায় কারচুপির অভিযোগ তুলে ইলেকশন পিটিশন দায়ের করেন মুখ্যমন্ত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 3 =