কলকাতা: বগটুই কাণ্ডে দুই নাবালক অভিযুক্তদের জামিন নিয়ে তথ্য তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কী ভাবে দুই নাবালক অভিযুক্তদের জামিন হল, সেই প্রশ্ন তুলে সিবিআইয়ের হলফনামা তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- ঐক্যমঞ্চের ডাকে প্রতিবাদ মিছিল তিলোত্তমায়, চাকরির দাবি আরও জোরাল
সিবিআই’কে ‘অন্ধকারে রেখে’ ১৬ থেকে ১৮ বয়সী দু’জন অভিযুক্তদের জামিন হয় নিম্ন আদালতে। তাঁদের মধ্যে একজনের নাম মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে।তা সত্ত্বেও নিম্ন আদালতে কী ভাবে জামিন মঞ্জুর করল? উঠেছে প্রশ্ন। এই জামিন সংক্রান্ত মামলায় সিবিআই’কে কোন কপি অভিযুক্তদের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেও অভিযোগ। সিবিআইয়ের পক্ষ থেকে জামিনে মুক্তি পাওয়া দুই অভিযুক্তের জামিন খারিজের আবেদন জানালেও সিবিআইয়ের সেই আবেদনও খারিজ করে দেয় রামপুরহাট মহকুমা আদালত।
এদিকে, বগটুই কাণ্ড ও ভাদু শেখ খুনের মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবারের মধ্যে সিবিআইকে জামিন বাতিলের আবেদন সহ কেস ডাইরির মধ্যে তদন্তের গতিপ্রকৃতি তথ্য সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই হলফনামায় কী কারণে অভিযুক্তরা জামিন পেল? কী কারণে সিবিআই তার বিরোধিতা করছে, তার উল্লেখ থাকতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ মে।