কলকাতা: ভোটপর্ব মিটেছে দিন ১৫ হল৷ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছিল ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ৷ ফলে রাজ্যের স্কুলে স্কুলে রয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীও। প্রায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে খবর। দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রাখার দাবি জানিয়েছে গেরুয়া শিবির।
এদিকে ১০ জুন থেকে খুলে গিয়েছে রাজ্যের স্কুলগুলি৷ কিন্তু বাহিনী থাকায় এখনও বহু স্কুলে পঠনপাঠন শুরু করা সম্ভবই হয়নি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলা ওঠে৷ কিন্তু গতকাল বিকেল পর্যন্ত স্কুল থেকে বাহিনী সরানো নিয়ে কেন্দ্র বা রাজ্য কোনও পক্ষ থেকেই নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।তবে কি ২১ জুনের পরেও বাহিনী থাকবে? নাকি এবার সরানো হবে৷ বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন শিক্ষক শিক্ষিকারা৷
মঙ্গলবার বাহিনী নিয়ে আদালতে ভিন্ন তথ্য তুলে ধরে রাজ্য ও কেন্দ্র। রাজ্যের দাবি, এখনও পর্যন্ত রাজ্যের ৯৫টি স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অন্যদিকে, কেন্দ্রের বক্তব্য, রাজ্যে যে ৪০০ কোম্পানি বাহিনী রয়েছে, তার মধ্যে ২৩২ কোম্পানি বাহিনী ২৩২টি স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ট্যান্ডন রাজ্য ও কেন্দ্রের আইনজীবীকে আগামী তিনদিনের মধ্যে স্কুল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে৷ পরিবর্তে বাহিনীর জন্য বিকল্প জায়গা চিহ্নিত করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ২১ জুন মামলার পরবর্তী শুনানি৷ ওই দিন এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। উল্লেখ্য, ২১ জুন পর্যন্তই রাজ্যের স্কুলগুলিতে বাহিনী থাকার অনুমতি রয়েছে।