বাতিল পুজো স্পেশাল লোকাল ট্রেন, মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণে নয়া ব্যবস্থা

বাতিল পুজো স্পেশাল লোকাল ট্রেন, মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণে নয়া ব্যবস্থা

কলকাতা: নবমী থেকেই বন্ধ হয়ে গেল ‘বুর্জ খলিফা’র দুয়ার! করোনা আবহে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডবে  দর্শকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ৷ মণ্ডবে স্থানীয়দের প্রবেশে অনুমতি থাকলেও ‘বহিরাগত’দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ মণ্ডবে প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ‘লেজার শো’৷ অতিরিক্ত ভিড়ের কারণে শ্রীভূমির মণ্ডবে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি শিয়ালদহ শাখায় বাতিল হয়েছে পুজো স্পেশাল একাধিক লোকাল ট্রেন৷

একদিকে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস৷ অন্যদিকে কলকাতার পুজোমণ্ডপে ভিড়৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে এবা নবমীর দিন থেকে বাতিল শিয়ালদহ শাখায় একাধিক স্পেশাল নাইট লোকাল ট্রেন৷ পুজোয় সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত বলে দাবি পূর্ব রেলের৷ দুর্গাপুজো শহর ও শহরতলির ভিড় নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷ উৎসবের দিনগুলিতে শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারুইপুর ও শিয়ালদহ-বজবজ শাখায় ৭ জোড়া স্পেশাল ট্রেন চালুর কথা জানানো হয়েছিল পূর্ব রেলের তরফে৷ কিন্তু, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৭ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করার ঘোষণা করেছে পূর্ব রেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 1 =