এবার ট্রেনের টিকিট বাতিলেও GST! নিশ্চিত টিকিট বাতিলে বাড়বে আরও খরচ

এবার ট্রেনের টিকিট বাতিলেও GST! নিশ্চিত টিকিট বাতিলে বাড়বে আরও খরচ

নয়াদিল্লি: এবার ট্রেনের টিকিট বাতিলের ক্ষেত্রেও জিএসটি! এতদিন টিকিট বাতিলের ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে কেবলমাত্র বাতিল-মূল্য বাবদ অর্থ নিত রেল। এ বার সেই মূল্যের উপরে বসছে জিএসটি। ফলে বাতিলের মূল্য ছাড়াও কর প্রদান করতে হবে সরকারকে৷ যে টিকিটে এক বার সরকারকে কর দিয়েছেন, সেই টিকিট বাতিলেও দিতে হবে কর।

আরও পড়ুন- কয়েক হাজার কোটি! রাজনৈতিক দলগুলি পেয়ে আসছে ‘অজানা উৎস’ থেকে

গত ৩ অগাস্ট অর্থ মন্ত্রকের ট্যাক্স রিসার্চ ইউনিটের তরফে একটি সার্কুলার জারি করে বিষয়টি ঘোষণা করা হয়। ওই সার্কুলারে বলা হয়েছে, ট্রেনের নিশ্চিত হওয়া  বা কনফার্ম টিকিট বাতিলের ক্ষেত্রে বাতিল মূল্যের পাশাপাশি কর বসানো হবে৷ এছাড়াও হোটেলে ঘর সংরক্ষণ বাতিলের ক্ষেত্রেও কর লাগু করা হবে।  কেন এই কর নেওয়া হবে, সেই ব্যাখ্যাও অবশ্য করেছে অর্থমন্ত্রক।

অর্থমন্ত্রকের ওই সার্কুলারে বলা হয়েছে, ট্রেনের টিকিট সংরক্ষণ করার অর্থ হল চুক্তিবন্ধ হওয়া। যে চুক্তি ভারতীয় রেল এবং তার গ্রাহকের মধ্যে সম্পাদিত হয়ে থাকে। কোনও গ্রাহক যখন রেলের কনফার্ম টিকিট বাতিল করেন, তখন সেই চুক্তি লঙ্ঘন করা হয়। সেই চুক্তিভঙ্গের মূল্য হিসাবেই গ্রাহকদের কাছ থেকে রেল সামান্য অর্থ নিয়ে থাকে। অর্থ মন্ত্রকের ব্যাখ্যা, যেহেতু এই বাতিল মূল্য পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে চুক্তিভঙ্গ হওয়া একটি লেনদেন, তাই এ ক্ষেত্রে সরকারকে কর দিতে হবে। এই যুক্তিতেই টিকিট বাতিলের মূল্যের উপর পণ্য ও পরিষেবা কর বসানো হচ্ছে৷