কলকাতা: অ্যাডিনোভাইরাস নিয়ে রাজ্যের চিন্তা কিছুতেই কম হচ্ছে না। একাধিক জায়গা থেকেই আক্রান্তের খবর আসছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজ্য সরকার ইতিমধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং শহর তথা জেলার হাসপাতালগুলিকে বিশেষ কিছু নির্দেশও দেওয়া হয়েছে। তবুও স্বস্তি কিছুতেই যেন মিলছে না। এই অবস্থায় অ্যাডিনোভাইরাস পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
আরও পড়ুন: অ্যাডিনোভাইরাসের দোসর হচ্ছে নিউমোনিয়া! শিশুদের নিয়ে চিন্তা বৃদ্ধি
দিন দিন বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে বুধবার এই মামলা করা হয়। তাদের মূল দাবি, প্রত্যেকটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হোক। এছাড়াও একাধিক দাবি তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের স্বাস্থ্য দফতরকেও এই মামলায় পার্টি করা হয়েছে। আগামী সোমবার এই মামলার সম্ভাব্য শুনানি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অ্যাডিনো ভাইরাস থেকে কত সুরক্ষিত বড়রা? How safe are adults from adenovirus?” width=”835″>
তবে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতর অ্যাডিনো নিয়ে গাইডলাইন প্রকাশ করেছে। চিকিৎসার সুবিধার্থে ১৮০০-৩১৩৪৪৪-২২২ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে তাদের তরফে। মেডিক্যাল কলেজ থেকে ব্লক স্তর পর্যন্ত প্রতিটি হাসপাতালকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে ভেন্টিলেশন-সহ আইসিইউ, সিসিইউ তৈরি রাখা নিয়ে। একই সঙ্গে, আশা ও অঙ্কনওয়াড়ি কর্মীদের দিয়ে সাধারণের মধ্যে অ্যাডিনো ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি অভিযান চালাতেও বলা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অ্যাডিনোভাইরাসের সঙ্গে বাড়ছে নিউমোনিয়ার সংক্রমণ। তাই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতেই পরামর্শ দিচ্ছে চিকিৎসকমহল।
