গলা কেটে নেওয়ার হুমকি আব্বাসের! কমিশনারের কাছে অভিযোগ বিজেপির

গলা কেটে নেওয়ার হুমকি আব্বাসের! কমিশনারের কাছে অভিযোগ বিজেপির

কলকাতা: বাংলাদেশের হিংসার ঘটনার প্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে বড় বিতর্কে জড়িয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আব্বাস বক্তব্য রাখতে গিয়ে বলছেন, ধর্মের অপমান যারা করবে তাদের ধর থেকে গলা আলাদা করে দেবেন তিনি! এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই ব্যাপক হইচই শুরু হয়েছে বাংলায়। এই প্রেক্ষিতেই কলকাতা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। এদিকে আবার বাংলাপক্ষ সংগঠন আব্বাস তো বটেই, তরুণজ্যোতির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে।

নিজের সোশ্যাল মিডিয়াতে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি জানিয়েছেন যে, তিনি কলকাতার পুলিশ কমিশনারের কাছে আব্বাস সিদ্দিকীর বক্তব্যের প্রেক্ষিতে ১৫৩এ এবং ২৯৫এ ধারায় মামলা দায়ের করেছেন। বিজেপি নেতার বক্তব্য আব্বাস সিদ্দিকীর মন্তব্যে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে এবং রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ ইস্যুতে বামফ্রন্টের নতুন সেকুলার মুখ ধর থেকে গলা আলাদা করে দেওয়ার হুমকি দিয়েছে। তিনি একজন হিন্দু এবং কর্তব্যের খাতিরে অভিযোগ দায়ের করেছেন। এবার তিনি দেখতে চান যে পুলিশ কী পদক্ষেপ নেয়। উল্লেখ্য, বাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে জোট করেছিল আব্বাস সিদ্দিকীর দল। কংগ্রেস খুব একটা উদ্যোগী না হলেও সিপিএম মূলত উদ্যোগী ছিল আব্বাসের সঙ্গে জোট করাতে। যদিও নির্বাচনের পর সেই জোটের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে ইতিমধ্যে। তবে এই ইস্যুতে আব্বাসের বিরুদ্ধে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি সিপিএমকে। কিন্তু বিষয়টির নিন্দা করেছে কংগ্রেস।

প্রসঙ্গত, বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছেন তবে তাঁর বিরুদ্ধেও আবার মামলা হয়েছে বাংলা পক্ষের তরফে। যদিও তারাও আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে আলাদা অভিযোগ জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে আব্বাস সিদ্দিকীর গ্রেফতারের দাবি করা হয়েছিল এবং তারপরেই তারা পুলিশের দ্বারস্থ হয়। এর পাশাপাশি বিজেপি নেতার বিরুদ্ধে সরব হয়েছে বাংলা পক্ষ। তিনিও সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =