কলকাতা: আরজি করে নির্যাতিতার শরীরে মিলেছিল একাধিক ক্ষতচিহ্ন৷ কামড়ের দাগ৷ সেই কামড় কি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের? সেই সত্য জানতে সঞ্জয়ের লালারসের নমুনা সংগ্রহ করল সিবিআই। (CBI collects DNA sample from civic volunteer in RG Kar case)
লালারসের নমুনা সংগ্রহ
আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের লালারসের নমুনা সংগ্রহ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিযুক্তের কামড়ের নমুনা বা ‘টিথ ইমপ্রেশন’ সংগ্রহ করা হয়েছে। আরজি করের নিহত তরুণী চিকিৎসকের শরীরে যে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছিল, সেগুলির সঙ্গে ওই কামড়ের নমুনা এবং লালারস মিলিয়ে দেখা হবে। কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের করা হবে টেস্ট৷
‘টিথ ইমপ্রেশন’ সংগ্রহ
আদালত ধৃত সিভিক ভলান্টিয়ারের লালারসের নমুনা সংগ্রহের অনুমতি দেওয়ার পরই জেলে গিয়ে সঞ্জয়ের ‘টিথ ইমপ্রেশন’ সংগ্রহ করে সিবিআই৷ কী ভাবে এই টিথ ইমপ্রেশন সংগ্রহ করা হয়? সিবিআই সূত্রে খবর, নরম একটি বস্তুতে কখনও আস্তে, কখনও জোরে কামড় দিতে বলা হয় আরজি কর-কাণ্ডে একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ারকে। প্রাপ্ত নমুনা ফরেন্সিক দলের কাছে পাঠানো হয়েছে৷
আরও পড়ুন-
চার শর্তে মানিককে জামিন দিল কলকাতা হাই কোর্ট
জলের বোতল-চায়ের কেটলি হাতে প্রতিবাদী
“উৎসবে ফিরুন”! বচ্ছরকার অপেক্ষা নিয়ে
Bengal: CBI collects DNA sample from civic volunteer Sanjay Roy in RG Kar case to match bite marks on victim’s body. Forensic tests to compare bite impressions and saliva samples with injuries found on the deceased young doctor’s body. Stay updated with the latest developments.