কলকাতা: ঘটনার রাতে ঠিক কী হয়েছিল? কত জন ছিলেন সেখানে? সবটাই কি হয়েছিল পরিকল্পনা মাফিক? এমন অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা৷ আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুরহস্য উন্মোচনে এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফের অনুমতি দিল আদালত। তবে কবে তার পলিগ্রাফ টেস্ট করা হবে তা, তা স্থির হয়নি৷ পাশাপাশি অকুস্থল থেকে বেশ কিছু নমুনা উদ্ধার করেছে সিবিআই৷ সেই বিষয়ে আদালতকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে৷
মামলার দায়িত্ব গ্রহণের পর থেকেই লাগাতার সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে চলেছে সিবিআই৷ এবার পলিগ্রাফ টেস্ট করা হবে তার৷ এর আগে ম্যাজিস্ট্রেটের সামনে সঞ্জয়কে হাজির করা হবে। ম্যাজিস্ট্রেট তার কাছে জানতে চাইবে, সে পলিগ্রাফ টেস্টে রাজি কি না। তার পরেই পরীক্ষা করা হবে। পলিগ্রাফ টেস্ট ছাড়াও আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের মোবাইল থেকে তথ্য উদ্ধার করার জন্যেও আদালতের কাছে অনুমতি চেয়েছে সিবিআই। লালবাজারের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে৷