কলকাতা: নদিয়ার বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগে যে মামলা হয়েছে তার তদন্ত সিবিআই করতে পারে এমন পরিস্থিতি তৈরি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। বিচারপতির মন্তব্য, তিনি সত্যি জানতে চান। আর তার জন্য এই মামলারও তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকেই দেওয়া হবে কি না তা তিনি খতিয়ে দেখছেন। এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানিয়েছেন, সিবিআইয়ের কোনও সমস্যা নেই এই মামলার তদন্ত করার ক্ষেত্রে।
আরও পড়ুন- দ্রৌপদী মুর্মুকে দুর্গামূর্তি উপহার মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ জানিয়ে বাংলার প্রশংসায় রাষ্ট্রপতি
নদিয়ার তেহট্টের বিধায়ক তাপসের বিরুদ্ধে চাকরি করে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই মামলা শুনানিতে বিচারপতি মান্থাকে সিবিআইয়ের তরফেও স্পষ্ট জানান হয় যে তারা তদন্ত করতে প্রস্তুত। বিষয় হল, নিয়োগ দুর্নীতির অনেক মামলায় সিবিআই তদন্ত করছে। ফলে এই একই ধরনের অভিযোগের ক্ষেত্রেও সিবিআইকে তদন্তে দেওয়া যাবে কিনা তা খতিয়ে দেখছে আদালত বলে জানিয়েছেন বিচারপতি। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মূল অভিযোগ, দীর্ঘ সময় ধরেই ধাপে ধাপে তিনি ১৬ কোটি টাকা নিয়েছেন চাকরির প্রতিশ্রুতি দিয়ে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”সুকন্যাকে আগলে রাখবেন তৃণমূল সুপ্রিমো? Mamata Banerjee instructs to take care of Sukanya Mondal” width=”560″>
আসলে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিযোগ তাই বিলম্ব করা যাবে না। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির দিন ধার্য করা হলেও এই মামলার তদন্তভার অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ করবে না অন্য কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত হবে, তা সেদিন স্থির করা হবে। উল্লেখ্য, এই ইস্যুতে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়াও চলছে। কিন্তু অভিযুক্ত তাপস সাহার বিরুদ্ধে যথাসময়ের মধ্যে চার্জশিট জমা না দেওয়ায় তিনি জামিন পেয়ে যান।