এবার আরজি কর-কাণ্ডে ধৃত সিভিকের নার্কো পরীক্ষা করাবে সিবিআই! উঠে আসবে প্রকৃত সত্য?

কলকাতা: ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট করা হয়েছে৷ এবার আরজি কর-কাণ্ডের তদন্তে গতি আনতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নার্কো পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে…

CBI narco test on civic volunteer

কলকাতা: ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট করা হয়েছে৷ এবার আরজি কর-কাণ্ডের তদন্তে গতি আনতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নার্কো পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নার্কো পরীক্ষা করানোর জন্য অনুমতি চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের কাছে আর্জি জানানো হয়েছে। অনুমতি মিললেই নার্কো পরীক্ষা করানো হবে সঞ্জয়ের৷ (CBI narco test on civic volunteer in RG Kar case)

 

 

কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই আরজি কর মামলার তদন্তভার হাতে নেওয়ার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, একাধিক জুনিয়র ডাক্তার-সহ ১০০ জনেরও বেশি লোককে৷ তাঁদের সকলেরই বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা। পাশাপাশি সঞ্জয়, সন্দীপ-সহ ৮ জনের পলিগ্রাফ টেস্টও করানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রকৃত ঘটনাস্থল নিয়েই ধোঁয়াশা কাটাতে পারেননি তদন্তকারীরা৷ একাধিক প্রশ্নের জবাবও অধরা৷ তাই এবার ধৃতের নার্কো টেস্ট করানোর সিদ্ধান্ত নিল সিবিআই৷

আরও পড়ুন-

জট কাটাতে এবার রাষ্ট্রপতির শরণাপন্ন জুনিয়র ডাক্তাররা!

‘মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি’

 

Bengal- CBI to conduct narco test on civic volunteer Sanjay Roy in RG Kar case. After polygraph tests, CBI seeks court’s permission for narco test to speed up investigation. Over 100 people, including former principal Sandeep Ghosh, questioned. Key details still unclear