১০০ কোটির প্রতারণা মামলা! সোমবার সকালে নিউটাউনে হানা সিবিআইয়ের

১০০ কোটির প্রতারণা মামলা! সোমবার সকালে নিউটাউনে হানা সিবিআইয়ের

cbi

কলকাতা: শহরের বুকে ফের শুরু সিবিআই-এর তল্লাশি অভিযান৷ সোমবার সকালে নিউটাউন এলাকার একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোটি কোটি টাকার প্রতারণা মামলায় শুরু হয়েছে এই তল্লাশি অভিযান৷ সূত্রের খবর, প্রতারণার অঙ্ক আকাশ ছোঁয়া৷ প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি দুর্নীতি হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, তা এখনও স্পষ্ট জানা যায়নি। সোমবার সকালে দত্তাবাদে রোডে এক ব্যাঙ্ককর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এর পর সকাল ১০টা নাগাদ ওই ব্যাঙ্ককর্মীকে নিয়ে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান বলে জানা গিয়েছে৷ 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তথা বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি। তল্লাশি অভিযান চলে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 4 =