ফের বিকাশ ভবনে সিবিআই! নিয়োগ মামলার তদন্তে তল্লাশি সিল করা গোডাউনে

কলকাতা: নিয়োগ মামলার তদন্তে ফের বিকাশ ভবনে সিবিআই হানা। বুধবার দুপুরে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বিকাশভবনে হানা দেয় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের একটি দল। পরে সেখানে…

vikash bhaban

কলকাতা: নিয়োগ মামলার তদন্তে ফের বিকাশ ভবনে সিবিআই হানা। বুধবার দুপুরে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বিকাশভবনে হানা দেয় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের একটি দল। পরে সেখানে পৌঁছয় উত্তর থানার পুলিশ। সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তাঁরা।

 

এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বিকাশ ভবনের একটি গুদাম সিল করে দিয়েছিল সিবিআই। বুধবার সেই গুদামেই যান কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকেরা। প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় বিকাশ ভবনের ছ’তলায় রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের ঘরে গিয়েছিলেন সিবিআই কর্তারা। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদের পর কিছু প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি, ওই গুদামে যান তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। শিক্ষা দফতরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ওই গুদামটি ব্যবহার করা হত৷ ২০২২ সালের ২৩ ডিসেম্বর সেটি সিল করে দিয়েছিল সিবিআই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *