বেআইনি স্কিম দেখিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি, চিটফাণ্ড সংস্থায় CBI হানা

বেআইনি স্কিম দেখিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি, চিটফাণ্ড সংস্থায় CBI হানা

কলকাতা: ফের রাজ্যে চিটফাণ্ড কাণ্ডের গতি বাড়ছে৷ চিটফাণ্ড কাণ্ডে রাজ্যজুড়ে তল্লাশি শুরু করল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি মন্ত্রাস ই সার্ভিসেস নামে একটি চিটফাণ্ড সংস্থা বিভিন্ন স্কিম দেখিয়ে বাজার থেকে বেআইনি ভাবে কোটি কোটি টাকা তুলেছে৷ বুধবারই ওই সংস্থার দুই কর্ণধার সম্রাট ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা ভট্টাচার্যের বাড়ি ও দফতরে হানা দিয়ে তল্লাশি চালান সিবিআই অফিসাররা৷ দক্ষিণ কলকাতার বালিগঞ্জের ফার্নরোড ও নৈহাটির দুটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়৷ 

আরও পড়ুন- বিশ্বভারতীর বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ হাইকোর্টের, নির্দেশ অমান্য করায় ক্ষোভ

সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরেই এই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলে সিবিআই সূত্রে খবর৷  প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, বেআইনি ভাবে কোটি কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছে৷  এর পরেই সেবির কাছ থেকে কিছু নথি চাওয়া হয়৷ তাতেও দেখা যায় বেআইনি প্রকল্প দেখিয়ে এই টাকা তোলা হয়েছে৷ এর পরেই আজ সকাল থেকে ম্যারাথন তল্লাশি শুরু করেন সিবিআই অফিসাররা৷  বাজার থেকে বেআইনি ভাবে যে টাকা তোলা হয়েছে, তা কোথায় গেল, কোম্পানির কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে৷ সংস্থার অফিস ও কর্ণধারের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে৷

আরও পড়ুন- দেড় ঘণ্টা কোভিড হাসপাতালের গেটে পড়ে থেকে মৃত্যু বৃদ্ধর

এদিকে, সম্রাট ভট্টাচার্যের এক প্রতিবেশীর বক্তব্য,  আমরা তাঁকে চিনি না৷ ওঁর বাড়িতে কৃষ্ণা দে বলে একজনকে দেখেছি৷ আর কাউকে কখনও দেখা যায়নি৷ তবে এর আগে গরিয়া থানার পুলিশ এসেছিল এই বাড়িতে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 6 =