কয়লা পাচারকাণ্ডে রাজ্য ECL-এর পাঁচ অফিসারের বাড়ি ও দফতরে CBI তল্লাশি

কয়লা পাচারকাণ্ডে রাজ্য ECL-এর পাঁচ অফিসারের বাড়ি ও দফতরে CBI তল্লাশি

 

কলকাতা:  কয়লা পাচারকাণ্ডে রাজ্যে সিবিআই অভিযান৷ রাজারহাটে ইসিএল-এর প্রাক্তন জেনারেল ম্যানেজারের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই-এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা৷ পাশাপাশি আসানসোলে সংস্থার জেনারেল ম্যানেজারের বাড়ি ও অফিসেও চলছে তল্লাশি৷ তল্লাশি চলছে পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, ভুবনেশ্বর, গাজিয়াবাদ সহ মোট ১৫টি জায়গায়৷

ইসিএল-এর বর্তমান জেনারেল ম্যানেজার, প্রাক্তন জেনারেল ম্যানেজারের পাশাপাপাশি দুই সিকিউরিটি অফিসার ও একজন এজেন্টের বাড়ি ও দফতরে তল্লাশি শুরু করেছে বিবিআই আধিকারিকরা৷ রাজারহাট নিউটাউন এলাকার নির্মীয়মান ফ্ল্যাটের তিনতলায় এদিন তল্লাশি চালালো হয়৷ প্রসঙ্গত, ইসিএম-এর প্রাক্তন জেনারেল ম্যানেজারের ফ্ল্যাট রয়েছে এখানে৷ এই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে৷ সেগুলি খতিয়ে  দেখছেন অফিসাররা৷ অভিযোগ, অনুপ মাঝি ওরফে লালার কাছে থেকে প্রতি মাসে প্রচুর টাকা নিতেন ইসিএল-এর এই পাঁচ অফিসার৷ সিবিআই অফিসাররা জানাচ্ছেন, কয়লা পাচার কাণ্ডে এই পাঁচ আধিকারিরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

কয়লাপাচার কাণ্ডে সিবিআই-এর পাশাপাশি তদন্ত চালাচ্ছে ইডি-ও৷ এর আগে কলকাতা ও পুরুলিয়ায় পাশাপাশি লেকটাউন, বিধাননগর এলাকায় তল্লাশি চালান ইডি অফিসাররা৷ এই চক্রের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালা৷ কয়লা পাচারের টাকা ঘুরপথে কাদের কাছে যেত এবং সিন্ডিকেটে কারা কারা জড়িত ছিলেন, লালাকে বার বার জেরা করে এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nine =