বিকাশ ভবনের গুদাম থেকে উদ্ধার বস্তাভর্তি নথি! কী কী তথ্য মিলল?

কলকাতা: তিন দিন তল্লাশি শেষে বিকাশ ভবন থেকে উদ্ধার বস্তাভর্তি নথি৷ শুক্রবার দুপুরে সল্টলেকে রাজ্য শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র…

bikash vaban

কলকাতা: তিন দিন তল্লাশি শেষে বিকাশ ভবন থেকে উদ্ধার বস্তাভর্তি নথি৷ শুক্রবার দুপুরে সল্টলেকে রাজ্য শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র উদ্ধার করল সিবিআই৷ ওই সমস্ত নথিপত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত বহু ‘জরুরি তথ্য’ রয়েছে বলে সূত্রের খবর।

বিকাশ ভবনের ওই গুদামে শিক্ষা দফতরের বিভিন্ন কাগজপত্র রাখা হয়৷ তবে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২০২২ সালের ২৩ ডিসেম্বর গুদামটি সিল করে দেয় সিবিআই। প্রায় দেড় বছর পরে বুধবার ফের ওই গুদামে হানা দেয় সিবিআই আধিকারিকরা। বুধ এবং বৃহস্পতিবার টানা তল্লাশি চানাোর পর শুক্রবার বেলায় ফের শুরু হয় তল্লাশি অভিযান। দুপুরেই ওই গুদাম থেকে বস্তাভর্তি নথিপত্র নিয়ে বাইরে বেরিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷

 

সিবিআই সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত টেট পরীক্ষার জরুরি তথ্য ছাড়াও উদ্ধার হয়েছে পরীক্ষার্থী এবং চাকরিপ্রাপ্তদের নামের তালিকা। যা প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নয়া দিক খুলে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *