কলকাতা: ২০২৩ সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন ব্যবসায়ী অয়ন শীল৷ তদন্তে নেমে জানা যায়,অয়ন শীলের সংস্থার মাধ্যমে বিভিন্ন পুরসভায় ১,৮২৯ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। সিবিআই সূত্রের খবর, যাঁদের মধ্যে ৯০ শতাংশের নিয়োগই ছিল নিয়ম বহির্ভূত৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বহু প্রার্থীকে ডেকে জেরা করে বিষয়টি জানতে পারে। মোট ১৭টি পুরসভায় অয়নের সংস্থার মাধ্যমে চাকরি হয়েছিল বলেও সিবিআই সূত্রে খবর। সোমবার আলিপুর আদালতে পুরনিয়োগ দুর্নীতিতে চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানে উল্লেখ করা হয়েছে অয়ন শীলের নাম।
‘অয়নের সংস্থার মাধ্যমে পুরসভায় ১৮২৯ নিয়োগ, যার ৯০ শতাংশই অবৈধ’: CBI
কলকাতা: ২০২৩ সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন ব্যবসায়ী অয়ন শীল৷ তদন্তে নেমে জানা যায়,অয়ন শীলের সংস্থার মাধ্যমে বিভিন্ন পুরসভায়…