কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে যে মামলা হয়েছিল তাতেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই প্রেক্ষিতেই এবার তাঁকে ডেকে পাঠাল সিবিআই। তৃণমূল সাংসদকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার বেলা ১১টায়। এর অর্থ, অভিষেকের হাতে ২৪ ঘণ্টাও সময় নেই, তার আগেই হাজিরা দিতে হবে তাঁকে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের নির্দেশ বহাল রেখেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে, কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারে। আদালতে রক্ষাকবচ চেয়েও কোনও লাভ হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে তাঁর আইনজীবী হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রায়ের বিরুদ্ধে আর্জি জানিয়েছেন। যদিও গতকালই অভিষেক জানিয়েছিলেন যে, তদন্তের স্বার্থে তিনি প্রয়োজনে বর্তমান কর্মসূচি স্থগিত রেখে তলবে সাড়া দেবেন। এখন সূত্রের খবর, তৃণমূলে নবজোয়ার যাত্রা স্থগিত রেখে বাঁকুড়া থেকে আজ রাতেই কলকাতায় ফিরছেন তৃণমূল নেতা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক” width=”560″>
এদিকে আজই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর আর্জি শোনেনি আদালত। স্পষ্ট বলা হয়, তালিকার বাইরে কোনও আবেদন শোনা হবে না। তারপরই সিবিআইয়ের এই তলব। স্বাভাবিকভাবেই বলা যায়, চরম অস্বস্তিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের নাম নেওয়ার জন্য তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন অভিযুক্ত কুন্তল ঘোষ।