আরজি কর-কাণ্ডে এ বার মিনাক্ষীকে CBI তলব, আজই সিজিওতে যাচ্ছেন যুবনেত্রী CBI Summons Minakshi Mukherjee

CBI Summons Minakshi Mukherjee কলকাতা: আরজি কর-কাণ্ডের তদন্তে এবার সিবিআই দফতরে ডাক পড়ল বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের৷ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আজ, বৃহস্পতিবারই…

CBI Summons Minakshi Mukherjee

CBI Summons Minakshi Mukherjee

কলকাতা: আরজি কর-কাণ্ডের তদন্তে এবার সিবিআই দফতরে ডাক পড়ল বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের৷ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আজ, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে যাবেন ডিওয়াইএফআই নেত্রী। জানা যাচ্ছে, বেলা ১১টা নাগাদ সিবিআই দফতরে যাবেন মিনাক্ষী। (CBI Summons Minakshi Mukherjee)

 

CBI দফতরে যাবেন মীনাক্ষী মুখোপাধ্যায় CBI Summons Minakshi Mukherjee

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখল অভিযানে উত্তাল হয়ে ওঠে শহর কলকাতা। ১৪ অগাস্টের রাতে ভাঙচুর চালানো হয় আরজি কর হাসপাতালে৷ এর কারণ কী, তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সেই সূত্রেই এবার সিবিআই অফিসে ডেকে পাঠানো হল বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে।

আগেও তলব

যদিও এটাই প্রথম নয়,  এর আগেও সিবিআই আধিকারিকরা ডেকে পাঠিয়েছিলেন তাঁকে। তবে রাজনৈতিক কর্মসূচির জেরে তিনি সিজিও-তে যাতে পারেননি৷ সিপিএম সূত্রে খবর, কয়েক দিন আগে এক ব্যক্তি সিবিআই অফিসার হিসাবে নিজেকে পরিচয় দিয়ে মিনাক্ষীকে ফোন করেছিলেন। দলের তরফে সেই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা নিঃসংশয় হওয়ার পরই মিনাক্ষী সিবিআই দফতরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

 

আরও পড়ুন-

নবান্নের বৈঠকে প্রায় সব দাবিই মেনে নিল রাজ্য সরকার!

পুজো কার্নিভাল না করলেই নয়? 

 

 Bengal: Minakshi Mukherjee, a prominent youth leader, has been summoned by the CBI for questioning in the RG Kar Hospital incident. The investigation aims to uncover the reasons behind the August 14th vandalism. Stay updated with the latest developments in this high-profile case.