কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এ বার তৃণমূল নেত্রী ইতি সরকারকে ডেকে পাঠাল সিবিআই৷ নদিয়া জেলারই মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইতি। তবে আরও একটি পরিচয় রয়েছে তাঁর৷ তিনি নদিয়া জেলার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইতিমধ্যেই বেশ কয়েকবার তাপসকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশিও হয়েছে। বৃহস্পতিবার ডাকা হল তাঁরই ‘ঘনিষ্ঠ’ নেত্রী ইতিকে৷
গত শুক্রবারই তাপসকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই৷ ওই দিন তাপসের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়৷ তার ঠিক সাত দিনের মধ্যেই তলব করা হল তাপস-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে৷ তবে কি নিয়োগ মামলায় নতুন কোনও সূত্র খুঁজে পেল সিবিআই। উঠছে প্রশ্ন৷