কলকাতা: এই নিয়ে দশ বার নোটিস পাঠানো হয়েছে তাঁকে৷ বুধবার সকালে কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ কিন্তু, এবারও ‘অসুস্থতা’র কারণে সমন এড়িয়ে যান৷ বুধবার মধ্যরাতে অনুব্রতর দোরগোড়ায় পৌঁছে গেল সিবিআইয়ের দল। শুধু সিবিআই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যে সরকারি গেস্ট হাউসে উঠেছেন, বৃহস্পতিবার সকালেই সেখানে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি তলব করা হয়েছে এক ব্যাঙ্ক কর্মীকেও। সূত্রের খবর, বৃহস্পতিবার বোলপুরের এই গেস্ট হাউজ থেকেই বিভিন্ন জায়গায় অভিযানে বেরোবেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত হাজিরা এড়ানোর দিনই তাঁর দোরগোড়ায় সিবিআইয়ের ঘাঁটি গাড়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
