এক সপ্তাহের ব্যবধানে ফের সিবিআইয়ের দল হাওড়ায়

এক সপ্তাহের ব্যবধানে ফের সিবিআইয়ের দল হাওড়ায়

হাওড়া: ভোট-পরবর্তী অশান্তির ঘটনা পর্যবেক্ষণে এক সপ্তাহের ব্যবধানে ফের হাওড়ায় এলেন সিবিআইয়ের প্রতিনিধিরা। রবিবার দুপুরে লিলুয়া থানার অন্তর্গত কোনা পূর্বপাড়া খালপাড় এলাকায় আসেন তাঁরা। সেখানে বিজেপি কর্মী রণজিৎ দাসের বাড়িতে তিন সদস্যের সিবিআইয়ের দল ঢোকেন৷ ভোট পরবর্তী অশান্তির ঘটনা সরেজমিনে খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ বয়ান নেন তাঁরা।

উল্লেখ্য, রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে এর আগে গত রবিবার ২৯ অগাস্ট হাওড়া সহ রাজ্যের কয়েকটি প্রান্তে অভিযান চালিয়েছিল সিবিআইয়ের তদন্তকারী দল। হাওড়াতেও কয়েকটি জায়গা পরিদর্শনের পাশাপাশি আক্রান্তদের বাড়িতে যান তাঁরা। হাওড়ার ৮ নং ওয়ার্ডের বেলগাছিয়ার বাসিন্দা দেবলীনা ঘোষ দাসের বাড়িতে আসেন সিবিআইয়ের তদন্তকারীরা। এছাড়াও ওইদিন সিবিআইয়ের ওই দল হাওড়ার কোনা পূর্বপাড়া খালধারেও আরেকটি ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তেও যান। পরে তদন্তকারীদের দল যান ডোমজুড়ের রাজীবপল্লিতেও। এক সপ্তাহ পর ফের এদিন হাওড়ায় এলেন সিবিআইয়ের তদন্তকারী দল।

সূত্রের খবর, এদিন বিজেপি কর্মী রণজিৎ দাসের পরিজনদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা৷ জানার চেষ্টা করেন, ভোটের ফলাফল প্রকাশের পর থেকে এলাকায় ঠিক কি ধরণের হিংসার ঘটনা ঘটে চলেছে৷ কথা বলেন ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গেও৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা মামলায় নিজেদের রণকৌশল ঠিক করতে শনিবারই নিজাম প্যালেসে বিশেষ বৈঠকে বসেছিলেন সিবিআইয়ের আধিকারিকেরা৷ ইতিমধ্যে তাঁরা দুটি হিংসার মামলায় আদালতে চার্জশিটও পেশ করেছে৷ তারপরই সিবিআই দলের আগমনকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =