অকাল হোলিতে মাতছেন তৃণমূল সমর্থকরা! মমতা এগিয়ে প্রায় ৪০ হাজার ভোটে

অকাল হোলিতে মাতছেন তৃণমূল সমর্থকরা! মমতা এগিয়ে প্রায় ৪০ হাজার ভোটে

কলকাতা: ভবানীপুরের উপনির্বাচন এবং জঙ্গিপুর ও শমশেরগঞ্জের নির্বাচনের ফলাফল কী হতে চলেছে তা এতক্ষণে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। তাই এখন থেকেই প্রবল উচ্ছ্বাসে মাততে শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ভবানীপুর এবং কালীঘাট তো বটেই, বাকি দুই কেন্দ্রেও উৎসবের আমেজ ঘাসফুল শিবিরে। আর হবে নাই বা কেন, ভবানীপুর উপনির্বাচনে ইতিমধ্যেই মমতা এগিয়ে রয়েছেন প্রায় ৪০ হাজার ভোটে!

আরও পড়ুন: যোগ দিতে পারেন দুই ক্রীড়া ব্যক্তিত্ব! গোয়া নিয়ে আশা বাড়ছে তৃণমূলের

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১৩ রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য প্রার্থীদের থেকে ব্যবধান ৩৬ হাজার ৪৫৭ ভোটের। প্রায় ৮০ শতাংশ ভোটের দখল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ১২ রাউন্ড গণনা শেষে ৪৮ হাজার ৮১৩ টি ভোট পেয়েছিলেন মমতা। প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছিলেন ১৩ হাজার ৮৪৩ ভোট। সিপিএমের শ্রীজীব বিশ্বাস পেয়েছিলেন ১৬৫৫। এদিকে বিজেপির ঝুলিতে ১৯ শতাংশ ভোট এবং সিপিএম আপাতত পেয়েছে মাত্র ২ শতাংশ ভোট। এখন আট রাউন্ড গণনা বাকি রয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জয়ের ব্যবধান আরো বেশি বাড়াতে চলেছেন। জঙ্গিপুর এবং সমসেরগঞ্জেও জয়ের ব্যবধান রীতিমতো বাড়িয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আজ ঘাসফুল শিবির ৩-০ ব্যবধানে জয়ী হতে চলেছে তা এই মুহুর্তের পরিসংখ্যান দেখে বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 16 =