উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় চেয়ারম্যানকে তলব হাইকোর্টের

উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় চেয়ারম্যানকে তলব হাইকোর্টের

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দুপুর আড়াইটার সময় সশরীরে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে। কিন্তু ইন্টারভিউ তালিকা প্রকাশ করার পরেই নতুন করে সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়ার উপক্রম হয়েছে কারণ ইতিমধ্যেই বেনিয়মের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আর সেই প্রেক্ষিতেই সরাসরি এসএসসি চেয়ারম্যানকে তলব করেছে কলকাতা হাইকোর্ট। আজ এই মামলার শুনানি ছিল কিন্তু বোর্ডের তরফে কেউ হাজির ছিলেন না। এই প্রেক্ষিতেই দুপুর দুটোর মধ্যে চেয়ারম্যানকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০১৬ সাল থেকে চলা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ ওঠে। নিয়োগ তালিকায় অসংগতির অভিযোগে গতবছর হাইকোর্টে মামলা করেন বেশ কয়েকজন প্রার্থী। তারপর থেকে একাধিকবার শহরের তথা রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে এই বিষয়ে। হালে বিধানসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ অন্যতম বড় ইস্যু হয়ে গিয়েছিল, কারণ কলকাতায় ব্যাপক হারে প্রতিবাদে সামিল হয়েছিলেন একাধিক চাকরিপ্রার্থী। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন তাতে স্বস্তি পাওয়ার কথা ছিল কিন্তু এই তালিকা নিয়েও জটিলতা সৃষ্টি হয়ে গেছে। অভিযোগ তোলা হচ্ছে, তালিকায় যাদের নাম রয়েছে, তাঁরা যোগ্য নন। 

আরও পড়ুন- সংঘাতের আবহেই আজ বিধানসভায় রাজ্যপাল, কী হতে চলেছে? তৈরি তৃণমূলও

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে ২০১৬ সাল থেকে চলা আপার প্রাইমারী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করে দিয়ে নতুন করে ভেরিফিকেশন-সহ যাবতীয় প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশ মত, গত ৪ জানু়য়ারি থেকে নতুন করে শুরু হয় ভেরিফিকেশন। ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছিল আদালত। সেই প্রেক্ষিতেই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, পুজোর আগেই প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হবে এবং আপার প্রাইমারিতে ১৪ হাজার শিক্ষক নিয়োগ হবে। যার অর্থ পুজোর মধ্যেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দুর্গা পুজোর পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 15 =