চন্দনার বিরহে ‘দেবদাস’ কৃষ্ণ! ফের হাসপাতালে ভর্তি হলেন BJP বিধায়কের দ্বিতীয় স্বামী

চন্দনার বিরহে ‘দেবদাস’ কৃষ্ণ! ফের হাসপাতালে ভর্তি হলেন BJP বিধায়কের দ্বিতীয় স্বামী

 

কলকাতা:  দিন কয়েক আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি৷ এরই মধ্যে ফের হাসপাতালে ভর্তি হতে হল বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির ‘দ্বিতীয় স্বামী’ কৃষ্ণ কুণ্ডকে৷ চন্দনাকে ছেড়ে একমুহূর্তও থাকতে পারছেন না তিনি৷ তাঁর বিরহে দিনরাত মদ্যপান করে চলেছেন৷ এতটাই বেশি মদ্যপান করছেন যে তাঁকে ভর্তি করতে হল হাসপাতালে! 

আরও পড়ুন- মাস্ক ছাড়া রাস্তায়? আজ থেকে শহরজুড়ে কড়া অভিযান

জানা গিয়েছে, মঙ্গলবার ফের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে চন্দনার গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুকে৷ হাসপাতালের বেডে শুয়েই তিনি হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে৷ তাঁর অভিযোগ, এই দুই নেতার জন্যেই নাকি চন্দনার সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে৷ কিছুতেই মিলতে পারছেন না তাঁরা৷ এমনকী, তাঁদের মুখোশ খুলে দেওয়ার হুমকিও দেন চন্দনার ভালোবাসার পাগল ‘দেবদাস’ কৃষ্ণ৷ 
 

এদিকে অতিরিক্ত মদ্যপান করায় বমি শুরু হয় কৃষ্ণর৷ সঙ্গে প্রবল মাথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি৷ এর পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যান কৃষ্ণ কুণ্ডুর প্রথম পক্ষের স্ত্রী রুম্পা কুণ্ডু৷ তিনি জানান, জন্মাষ্টমীর দিন সকাল থেকেই শরীর খারাপ হতে শুরু করে কৃষ্ণর৷ এর পরেই মঙ্গবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ উল্লেখ্য, দিন সাত আগেই হাসপাতাল থেকে ফিরেছেন চন্দনার ‘দ্বিতীয় স্বামী’৷ ফের অসুস্থ হয়ে ফিরলেন হাসপাতালে৷ 

কিছু দিন আগে শোরগোল ফেলেছিল একটা খবর৷ জানা যায় নিজের স্বামী, সন্তানকে ছেড়ে গাড়ির চালিককে বিয়ে করেছেন রাজ্যের সবচেয়ে দরিদ্র বিধায়ক চন্দনা বাউড়ি৷ যদিও সে কথা অস্বীকার করেন তিনি৷ কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে৷ দ্বিতীয় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কৃষ্ণ কুণ্ডু৷ তিনি বলেন, ‘চন্দনা খুব ভালো মেয়ে। ওঁকে ভুল বোঝানো হচ্ছে। চন্দনার প্রথম স্বামী ভুল পথে নিয়ে যাচ্ছে ওঁকে৷’  এর আগেও সর্বসমক্ষে কৃষ্ণ বলেছিলেন, “মন্দিরে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে চন্দনাকে বিয়ে করেছি। তাঁর সঙ্গে সংসার করব। আমরা দু’জন একসঙ্গে পথ চলার শপথ নিয়েছি। 

আরও পড়ুন- ফের লাফিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম, চিন্তায় মধ্যবিত্ত

যদিও এত সবের মধ্যে পিঠ বাঁচাতে স্বামী শ্রবণকে পাশে বসিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন চন্দনা৷ তিনি বলেন, তাঁর ভাবমূর্তি কলুষিত করতে ষড়যন্ত্র করছে বিরোধীরা৷ স্বামীর সঙ্গে ভুলবোঝাবুঝির জন্য তিনি থানায় গিয়েছিলেন ঠিক কথাই৷ কিন্তু এখন সব ঠিক হয়ে গিয়েছে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =