বোর্ড গঠন ঘিরে অশান্ত ফুরফুরা পঞ্চায়েত, বোমাবাজির অভিযোগে উত্তপ্ত এলাকা

বোর্ড গঠন ঘিরে অশান্ত ফুরফুরা পঞ্চায়েত, বোমাবাজির অভিযোগে উত্তপ্ত এলাকা

জাঙ্গিপাড়া: পঞ্চায়েত ভোটে রাজ্যের নানা জায়গায় অশান্তি হয়েছে। তাই পঞ্চায়েত বোর্ড গঠনেও যে ঝামেলা হতে পারে তার আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। বৃহস্পতিবার হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা উত্তপ্ত হয়ে ওঠে বোর্ড গঠনকে কেন্দ্র করে। সিপিএম এবং আইএসএফ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলেছেন। যদিও এর পাল্টা দিয়েছে ঘাসফুল শিবিরও। পঞ্চায়েত অফিসের সামনে দুই পক্ষের কর্মী-সমর্থকদের দেখা যায়। উঠেছে সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ। 

তৃণমূল কংগ্রেস দাবি করেছে, বেলা ১২টার পর ফুরফুরা পঞ্চায়েতে বোর্ড গঠন হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও  পঞ্চায়েত অফিস বন্ধ ছিল। দরজায় তালা ঝুলতে দেখা যায়। তাদের অভিযোগ, আইএসএফ এবং সিপিএম এই কাজ করেছে যাতে বোর্ড গঠন না হতে পারে বা গঠন করতে গেলে অশান্তি হয়। তবে বিরোধী পক্ষের দাবি, গোটা বিষয়টি আদালতের বিচারাধীন তাই এই সময়ে বোর্ড গঠন সম্ভব নয়। একই সঙ্গে তারা তৃণমূলের বিরুদ্ধে এলাকায় বোমাবাজির অভিযোগ করেছে। যদিও বোমাবাজির অভিযোগ না মেনে তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় অশান্তি ছড়াচ্ছে আইএসএফ। 

আসলে ফুরফুরা পঞ্চায়েতে মোট ২৯টি আসন। সিপিএম, আইএসএফ-এর দাবি তারা জিতেছে ২২টি আসনে। কিন্তু তৃণমূল জোর করে দাবি করছে যে তারা জয়ী। ভোটগণনা করতে না দিয়ে জোর করে তাদের বার করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে নাকি কমিশনের ওয়েবসাইটে দেখা যায় তৃণমূল ওই পঞ্চায়েতে মোট ২৪টি আসন পেয়েছে। ষড়যন্ত্রের দাবি করেই এখন তারা বোর্ড গঠনে বাধা দিচ্ছে। এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পঞ্চায়েতের তালা খুলে দেয়। তল্লাশি চালিয়ে আশপাশ থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =