‘হৃদরোগে আক্রান্ত’ এজেন্ট, চূড়ান্ত অব্যবস্থা পানিহাটি গণনা কেন্দ্রে

‘হৃদরোগে আক্রান্ত’ এজেন্ট, চূড়ান্ত অব্যবস্থা পানিহাটি গণনা কেন্দ্রে

পানিহাটি: ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পরল পানিহাটি গণনা কেন্দ্রে। সেখানে অসুস্থ হলেন কংগ্রেস এজেন্ট। জানা গিয়েছে তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এদিকে, গণনা কেন্দ্রে চরম অব্যবস্থার অভিযোগ ইতিমধ্যেই তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। 

তিনি বলেন, আজ সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে আমার ইলেকশন এজেন্ট এসে গিয়েছেন৷  আমাদের মেল করে জানানো হয়েছিল সাড়ে ছ’টায় স্ট্রং রুম খোলা হবে৷ অথচ তাঁকে ভিতরে ঢুকতে দিল না পুলিশ৷ দরজা খোলার পর আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়েছে৷ এই কেন্দ্রে বিজেপি’র প্রার্থী রুদ্রনীল ঘোষ৷  তাঁর তরফে কোনও অভিযোগ আসেনি৷  কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে, সেটাই দেখার বিষয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 15 =