উত্তপ্ত বাক্য বিনিময়ে ভেস্তে মেডিক্যালের বৈঠক, অসুস্থ পড়ুয়া! মিলল না সমাধান

উত্তপ্ত বাক্য বিনিময়ে ভেস্তে মেডিক্যালের বৈঠক, অসুস্থ পড়ুয়া! মিলল না সমাধান

কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন, অচলাবস্থা চলছে মেডিক্যাল কলেজে। তবে আজ একটা সমাধান সূত্র বেরবে এমন আশা ছিল। কারণ  শুক্রবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের একটি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু পুরো আশাই জলে ভেস্তে গেল। কোনও সমাধান সূত্র তো বেরলই না, উলটে উত্তপ্ত বাক্য বিনিময়ে উত্তেজনা সৃষ্টি হল বৈঠক থেকে। অপর দিকে শুক্রবার অনশনে বসা আরও এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। সব মিলিয়ে মেডিক্যালের পরিস্থিতি আরও জটিল।

আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভ, উত্তাল মেডিক্যাল, হাইকোর্টে গেলেন রোগীর আত্মীয়

গত শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। তারপর সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু আন্দোলন যেমন ওঠেনি, আবার নির্বাচনের তারিখও মেলেনি। এদিনের বৈঠকে তাই সরাসরি সরকারকে গোটা বিষয়ের জন্য দায়ী করা হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে, কলেজের অধ্যক্ষদেরও কড়া কথা শুনিয়েছে পড়ুয়ারা। পাশাপাশি বিক্ষোভরত পড়ুয়াদের তরফে শনিবার একটি নাগরিক কনভেনশনেরও ডাক দেওয়া হয়েছে।

আগের সাক্ষাতে রাজ্যের মন্ত্রীর আশ্বাস ছিল, এই মুহূর্তে নির্বাচনের সঠিক তারিখ বলা সম্ভব না হলেও ছাত্র নির্বাচন নিশ্চিত ভাবে হবে। তবে আন্দোলন কবে উঠবে সে ব্যাপারে বিক্ষোভকারীরা কিছুই জানাননি। আজকের পর তা যে আরও অনিশ্চিত হয়ে গেল সেটা বলাই বাহুল্য। উল্লেখ্য, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। সোমবার হঠাৎ নির্বাচন স্থগিত বলে ঘোষণা করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাইরের রাজনৈতিক দলের প্রভাব খাটাতেই বারবার করে ছাত্র সংসদের নির্বাচন স্থগিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =