চার্ণক হাসপাতালে আক্রান্ত নার্স! সিল রাজারহাটের একাংশ

চার্ণক হাসপাতালে আক্রান্ত নার্স! সিল রাজারহাটের একাংশ

কলকাতা: রাজারহাটে এক নার্সের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ যার জেরে ওই এলাকার একাংশ সিল করে দেওয়া হল বলেল সূত্রের খবর৷ করোনা সংক্রমণের আশঙ্কায় চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতাল আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল৷ ওই বেসরকারি হাসপাতালের এক নার্সের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷ এরপরেই ওই নার্সের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও  ছোট মেয়েকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে৷

রাজারহাটের চিনার পার্কে চার্নক হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়৷ সতর্কতা হিসেবে ওই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়৷ রাজারহাটে ব্লক স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী শিকদার জানিয়েছেন, চিনার পার্কের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়৷ কোয়ারেন্টাইনে যাওয়ার ১১ দিনের মাথায় চার্নক হাসপাতালের এক নার্সের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়৷  সব্যসাচী সিকদার জানিয়েছেন, আগাম সতর্কতা অবলম্বন করার জেরে অনেককে সুরক্ষিত করা সম্ভব হয়েছে৷

জানা যায়, পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক ব্যক্তি ডায়ালিসিসের জন্য আসেন চার্নক হাসপাতালে৷ ডায়ালিসিসের পর ফের  পার্কসার্কাসের বেসরকারি হাসপাতালে ফিরে যান৷ পরে তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ আসে৷ করোনা পরীক্ষা করা হয়৷ রিপোর্ট আসার আগেই ওই ব্যক্তি মারা যায়৷ রিপোর্টে করোনা পজেটিভ আসে৷ এরপরেই পার্কসার্কাসের আইসিইউয়ের একটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়৷ চার্নক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়৷ চার্নক হাসপাতালের দুই নার্স ও অ্যাম্বুল্যান্সের চালকের বাড়ি রাজারহাটে৷ পরীক্ষার পর অ্যাম্বুল্যান্স চালককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়৷ আর দুই নার্সকে আইসোলেশনে রাখা হয়৷ ওই দুই নার্সের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়৷ এরপরেই রাজারহাট এলাকা সিল করে দেওয়া হয় বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =