কিছুতেই কমছে না অনুব্রতের বুকের চাপ এবং ব্যথা, চিন্তায় চিকিৎসকরা

কিছুতেই কমছে না অনুব্রতের বুকের চাপ এবং ব্যথা, চিন্তায় চিকিৎসকরা

কলকাতা: পঞ্চমবারের জন্য সিবিআই তাঁকে তলব করেছিল, কিন্তু কলকাতায় আসার পরেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যাননি। আসলে একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা থেকে শুরু করে অণ্ডকোষের সংক্রমণ, একাধিক জটিল রোগ হয়েছে তাঁর। অনুব্রতর জন্য গঠন করা হয়েছে পৃথক মেডিক্যাল বোর্ড৷ ইতিমধ্যেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বোর্ডের চিকিৎসকরা৷ এবার তারাই তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালের অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে গেলেন।

আরও পড়ুন- হাঁসখালি ধর্ষণকাণ্ডের তদন্তে সিবিআই, ‘ফাঁসি হোক’, চাইছে পরিবার!

জানা গিয়েছে, বুকের চাপ এবং ব্যথা কমছে না অনুব্রত মণ্ডলের। এই কারণে তাঁর সিটি অ্যানজিও করা প্রয়োজন। ঠিক এই জন্যই তাঁকে এসএসকেএম হাসপাতালের অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ হুইল চেয়ারে করে তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে বের করা হয়, তারপর অ্যাম্বুলেন্স করে সেখানে নিয়ে যান হাসপাতালের কর্মীরা। এই রোগ ছাড়াও তাঁর উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া, হাই সুগার, প্রেসার সহ একাধিক রোগ রয়েছে বলেই জানান হয়েছে। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন।

এর আগের এক মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল জানিয়েছিল, তাঁর হরমোনাল কিছু সমস্যাও রয়েছে যেগুলি সাম্প্রতিক সময়ে আরও বেড়ে গিয়েছে। যদিও এত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও অনুব্রতকে ‘ভরসা’ করছে না সিবিআইয়ের গোয়েন্দারা। কিছুদিন আগেই হাসপাতালে চিঠি দিয়ে তাঁর শারীরিক সম্পর্কে খোঁজ নেয় তারা। তবে হাসপাতালের তরফে যে রিপোর্ট তাদের পাঠানো হয়েছিল তাতে খুশি হয়নি সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =