নন্দীগ্রাম মামলায় জরিমানার ৫ লক্ষ টাকা জমা দিলেন মুখ্যমন্ত্রী

নন্দীগ্রাম মামলায় জরিমানার ৫ লক্ষ টাকা জমা দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: নদীগ্রাম মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা হাই কোর্টে জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম মামলায় এজলাস বদলের আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই ওই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ৷ সেই সঙ্গে মুখমন্ত্রীকে ৫ লক্ষ টাকার জরিমানাও করা হয়৷ সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার ৫ লক্ষ টাকা জমা দিলেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- লক্ষ্মীর ভান্ডারে বঞ্চিত ৩ কোটি মহিলা, ডিম ভাতের মতোই অপমৃত্যু ঘটবে, তোপ শুভেন্দুর

বিচারব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি কৌশিক চন্দ। বার কাউন্সিলে এই জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ এই টাকা কোভিড চিকিৎসায় ব্যবহার করার কথাও উল্লেখ করা হয়৷ এই মামলার রায় দেওয়ার সময় বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছিলেন, মামলাকারী তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা মেনে নিয়ে তিনি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন এমনটা নয়। এই বিষয়ে যাতে কোনও বিতর্ক তৈরি না হয়, সেই জন্যেই এই পদক্ষেপ৷  তিনি আরও বলেন, একজন  বিচারপতি সর্বদা নিরপেক্ষই থাকেন৷ পেশার তাগিদে তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হয়। তা বলে এইভাবে কাউকে পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত করা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। সেই কারণেই এই জরিমানা বলে জানানো হয়।  পাশাপাশি তিনি সেদিনই জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর তরফে যে ইলেকশন পিটিশন করা হয়েছিল তিনি তা শুনবেন না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =