কলকাতা: আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’৷ তাঁদের এই অভিযানকে সমর্থন জানিয়েছে বিজেপি ও বামেরা৷ পুলিশের অনুমতি ছাড়াই এই কর্মসূচি হচ্ছে৷ ছাত্র আন্দোলনের আড়ালে রাজ্যে অশান্তি পাকানোর ছক কষা হয়েছে বলেই গোয়েন্দা সূত্রে খবর। অভিযানের আগে গোটা শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে হয়েছে৷ এদিকে, মঙ্গলবার সকালে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে’র ডাকে নবান্ন অভিযানের আগেই রাজ্যের সচিবালয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য দিনের চেয়ে একটু আগেই নবান্নে পৌঁছান তিনি।
ছাত্রসমাজের অভিযান শুরুর আগেই নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
কলকাতা: আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’৷ তাঁদের এই অভিযানকে সমর্থন জানিয়েছে বিজেপি ও বামেরা৷ পুলিশের অনুমতি…