আলাপনের বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে মোদীকে চিঠি মমতার

আলাপনের বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে মোদীকে চিঠি মমতার

কলকাতা:  আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই চিঠিতে কেন্দ্রের বদলি সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার করার আবেদন জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- ‘ত্রাণ বিলিতে রাজনীতির রং’! কোথায় পক্ষপাতিত্ব প্রমাণ দিন, দিলীপকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের

জানা গিয়েছে নরেন্দ্র মোদীর কাছে পাঁচ পাতার চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ওই চিঠিতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহার করার আবেদন জানানো হয়েছে৷ আলাপন বন্দ্যোপাধ্যায় যেন আগামী ৩ মাস রাজ্যের মুখ্য সচিব হিসাবে কাজ করতে পারেন, সেই আর্জি জানানো হয়েছে৷ এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের মেয়াদ ৩ মাস বাড়ানোর আবেদন জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছিল৷ সেখানে কারণ হিসাবে রাজ্য সরকার জানিয়েছিল, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের থাকাটা অত্যন্ত জরুরি৷ নির্বাচন চলার সময় থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক হতে থাকে৷ তখন থেকেই কাজ শুরু করেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ এর পর নতুন সরকার গঠনের পরেই মুখ্যমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায়ের এক্সটেনশনের বিষয়ে সিদ্ধান্ত নেন৷ করোনা মোকাবিলায় তাঁকে কাজ করতে হবে বলে ঠিক করা হয়৷ এই পরিস্থিতিতে কেন কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিল তা নিয়ে প্রশ্ন রয়েছে৷

গত ২৪ মে আলাপন বন্দ্যোপাধ্যায়ের এক্সটেনশনে সিলমোহর দেয় কেন্দ্র৷ মুখ্য সচিব হিসাবেই এই এক্সটেনশন দেওয়া হয়৷ এর পর ২৮ মে রাত্রে হঠাৎ করেই এই নির্দেশ প্রত্যাহার করে দিল্লি তলব করা হয় তাঁকে৷ এদিন মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা না করে কী ভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে যোগদান করার নির্দেশ দেওয়া হল? একতরফা ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই একতরফা নির্দেশ আইনসিদ্ধ নয়, একই সঙ্গে তা অসাংবিধানিক৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে দেশের যত আইএএস-আইপিএস আছেন, তাঁদের কাজে প্রভাব পড়বে৷ জনস্বার্থে এই নির্দেশ প্রত্যাহার করা হোক৷ প্রসঙ্গত, শনিবার নবান্নের বৈঠকে যে সুরে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই সুরেই এই চিঠি লেখা হয়েছে৷  অর্থাৎ সংঘাত এড়িয়ে সুর নরমই রেখেছেন মমতা৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + ten =