লাগাতার বৃষ্টিতে বন্যার আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শাসকদের নিয়ে বৈঠকে মুখ্যসচিব

লাগাতার বৃষ্টিতে বন্যার আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শাসকদের নিয়ে বৈঠকে মুখ্যসচিব

কলকাতা:  টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা বাংলা৷ জলযন্ত্রণায় ভুগছে শহর কলকাতা৷ লাগাতার বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে একাধিক জেলায় বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে৷ এদিকে বন্যা পরিস্থিতি আটকাতে তৎপর রাজ্য সরকার৷ শনিবার ৯টি জেলার জেলা শাসকদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক সারলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করলেন তিনি। 

আরও পড়ুন- ‘খুলতে হবে স্কুল’, দাবি উঠতেই মহিলাদের চুলের মুঠি ধরে কাঠগড়ায় পুলিশ!

এদিন ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এর জেলা শাসকরা৷ নবান্ন সূত্রে খবর, মুকুটমণিপুর, তিলপাড়া এবং ম্যাসাঞ্জোর জলাধার থেকে সব মিলিয়ে ১ লক্ষ ৫৩ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হবে। যার জেরে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ডিভিসি গতকাল ৭৫ হাজার কিউসেক জল ছেড়েছে। সেই জলে হুগলির গোঘাট, খানাকুল, পুরশুড়া, আরামবাগ প্লাবিত হতে পারে। এমতাবস্থায় বন্যা মোকাবিলায় সব রকমের প্রস্তুতি সেরে রাখার জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − seven =