বস্তাবন্দি শিশু দেহ এবং ভ্রূণ! ডাম্পিং গ্রাউন্ড নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী

বস্তাবন্দি শিশু দেহ এবং ভ্রূণ! ডাম্পিং গ্রাউন্ড নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী

কলকাতা: ১৮ থেকে ২০ টি সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিরাটভাবে। উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের বানিতবলা ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয়েছে শিশুর দেহ এবং ভ্রূণ। উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানার আধিকারিকরা ঘটনাস্থলে এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এল এতগুলি দেহ এবং ভ্রূণ তা আন্দাজ করা যাচ্ছে না। তবে উলুবেড়িয়া শহর জুড়ে তৈরি হওয়া একাধিক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গর্ভপাতের অভিযোগ সামনে আসছিল। অভিযোগ সেই সব জায়গা থেকেই এগুলি এসেছে।

আরও পড়ুন- স্বাধীনতার ৭৫ বছর পর, লক্ষ্মীবালা ১০২! পালকি চড়ে পতাকা তুলতে এলেন ‘টট্টরে বুড়ি’

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের দাবি, মঙ্গলবার এলাকার কিছু বাচ্চারা ডাম্পিং গ্রাউন্ড থেকে বোতল কোড়াচ্ছিলো। তখনই প্লাষ্টিকের ভিতর মোড়া অবস্থায় এই সদ্যজাত শিশুদেহ ও ভ্রুণ দেখতে পায়। তারপরেই খবর দেওয়া হয় উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানায়। তারা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন। এলাকার মানুষের অভিযোগ পুরসভার ময়লা ফেলার গাড়ি করে এই সমস্ত সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুন ফেলে যাওয়া হয়েছে। দুর্গন্ধে তারা এলাকায় টিকতে পারছে না। অবিলম্বে এগুলো বন্ধ করার দাবি জানিয়েছে এলাকার লোকজন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইমানুর রহমান বলেন, একাধিক নার্সিংহোম থেকে বর্জ্য পদার্থ ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। কোন নার্সিংহোম বা স্টাফ এই কান্ড করেছে তা এই মুহূর্তে জানা যায়নি তবে তাঁরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *