কলকাতা: শিশু কন্যাকে নৃশংসভাবে যৌন হেনস্থা এবং হত্যার ঘটনায় শেষ কয়েক দিন ধরেই উত্তাল তিলজলা। ঘটনায় পুলিশের দিকে একাধিক অভিযোগের আঙুল তুলে হামলার ঘটনাও ঘটেছে। মূল দাবি, শিশুকন্যা খুনে পুলিশ প্রথমে নিষ্ক্রিয় ছিল। এই কারণে উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা, পার্ক সার্কাস, বন্ডেল রোড, পিক গার্ডেন এবং তপসিয়ার একাংশ। এই হামলার ঘটনাতেই আরও ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, শিশু হত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।
আরও পড়ুন- ‘আইনের প্রতি শ্রদ্ধা জরুরি’, রাহুলকাণ্ডে নজর রাখছে আমেরিকা’, জানালেন বাইডেনের মুখপাত্র
যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আছে। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রথমে তাদের অভিযোগ শুনতেই চায়নি। পুলিশ দ্রুত পদক্ষেপ করতে ঢিলেমি করেছে। অনেক পরে তল্লাশি শুরু করে। সেই কারণেই আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও তিলজলায় শিশু হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শিশুটি রবিবার সকালে আবাসনের নীচে আবর্জনা ফেলতে গিয়েছিল। তখন তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায় প্রতিবেশী যুবক অলোক কুমার। যৌন নিগ্রহ করে সারা গা-হাত-পা বেঁধে শিশুকে ফেলে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”স্বাস্থ্যবিমা দাবি করার সময় মনে রাখুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়! Claiming of health insurance process” width=”853″>
শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে জানান হয়েছে, রাজ্যের ডিজিপি এবং মুখ্যসচিবের কাছে তারা এই ঘটনা নিয়ে নোটিস পাঠিয়েছে। একটি প্রতিনিধিদল এই ঘটনার বিস্তারিত বিবরণ জানাবে। তারা এলাকা পরিদর্শন করবে বলেও খবর। তারপর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে ভাবা হবে।
