চিংড়িঘাটায় ফের বেপরোয়া চালকের তাণ্ডব, পথচারীর মৃত্যু, জখম ছ’জন

চিংড়িঘাটায় ফের বেপরোয়া চালকের তাণ্ডব, পথচারীর মৃত্যু, জখম ছ’জন

কলকাতা: ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতার ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়৷ বেপরোয়া চালকের তাণ্ডবে মৃত্যু হল এক পথচারীর৷ আহত আরও ছ’জন৷ পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় মৃতের নাম তৌফিক আহমেদ। বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকায়৷

বৃহস্পতিবার রাতে ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে এক যুবককে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি। গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎ নস্কর নামে ওই যুবক আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ফের দু’দিনের ব্যবধানে একই ঘটনা ঘটায় নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা৷ খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা৷ রয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷ গাড়ির চালককে এবং গাড়িটিকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সায়েন্স সিটির দিক থেকে একটি চারচাকা বেপরোয়াভাবে  সল্টলেকের দিকে যাচ্ছিল৷ সেই সময় প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে৷ তারপর পরপর পথ চলতি কয়েকজন পথচারীকে ধাক্কা মারে৷ ঘটনায় সাতজন পথচারী জখম হন৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই৷ বাকিদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷

স্থানীয়রা জানাচ্ছেন, সম্প্রতি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে চিংড়িঘাটার মোড়। এই মোড় পেরিয়েই রাস্তায় একটি বড় বাঁক রয়েছে। দুরন্ত গতিতে মোড়ে গাড়ি চালাতে গিয়ে অনেকেই নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আর তাতেই ঘটছে দু্র্ঘটনা। তাই সকলেরই দাবি, অবিলম্বে বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হোক দুর্ঘটনাপ্রবণ এই এলাকায়৷ তা না হলে আগামীদিনে সংশ্লিষ্ট পথে চলাফেরা আও দুরূহ হয়ে উঠবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =