দেহরক্ষীর রহস্যমৃত্যু, শুভেন্দু অধিকারীকে ভবানী ভবনে তলব CID-র

দেহরক্ষীর রহস্যমৃত্যু, শুভেন্দু অধিকারীকে ভবানী ভবনে তলব CID-র

কলকাতা:  দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় এবার শুভেন্দু অধিকারীকে তলব করল সিআইডি৷ সোমবার সকাল ১১টায় ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে বিধানসভার বিরোধী দলনেতাকে৷ প্রসঙ্গত, শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর সত্য উদঘাটনে আড়াই বছর পর কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী সূপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী৷ কী ভাবে শুভব্রতর  মৃত্যু হল, দেহরক্ষীর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল, ইত্যাদি নানা প্রশ্নের জবাব খুঁজতেই শুভেন্দু  অধিকারিকে তলব করা হয়েছে বলে ওয়াকিবহাল মহলের অভিমত৷  

আরও পড়ুন- ‘শুনলাম উপাচার্যকে বাড়িতে বেঁধে রাখে’! ফের বিদ্যুৎকে ‘পাগল’ খোঁচা অনুব্রতর

উল্লেখ্য, এর আগেও শুভব্রত মৃত্যু মামলায় দু’বার শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছে সিআইডি৷ আরও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করতেই ভাবানীভবনে এই তলব৷ শুভব্রত আত্মঘাতী হয়েছিলেন বলে যে দাবি করা হয়েছিল, সে বিষয়ে শুভেন্দুর কাছ থেকে তথ্য জানতে চাইবে সিআইডি কর্তারা৷ এদিকে এ প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, যাঁরাই বিজেপি করে, তাঁদের নামেই কেস দেওয়া হয়৷ 

আরও পড়ুন-মমতার বিরুদ্ধে BJP-র প্রার্থী কে? কী বলছেন ভবানীপুরে ‘চড়’ খাওয়া রুদ্রনীল

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মারা যান শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী৷ তাঁর স্ত্রী সূপর্ণা বলেন, ৬-৭ বছর শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁর স্বামী৷ কী ভাবে তিনি আচমকা গুলিবিদ্ধ হলেন? কেনই বা তাঁকে কলকাতায় নিয়ে আসতে এত দেরি করা হল? এফআইআর-এ একাধিক প্রশ্ন তুলেছেন সূপর্ণা৷ কিন্তু কেন তিনি আড়াই বছর মুখ বুজে রইলেন? জবাবে সূপর্ণা জানিয়েছিলেন, শুধুমাত্র আতঙ্কে মুখ বন্ধ রেখেছিলেন তিনি৷ তিনি এটাও মনে করেন, পরিবর্তিত পরিস্থিতিতে তিনি হয়তো সুবিচার পাবেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =