Civic Volunteer Guidelines
কলকাতা: নবান্নের নির্দেশ মেনে এবার থেকে সিভিক ভলান্টিয়ারদের আচার আচরণে কড়া নজরদারি রাখা হবে বলে সাফ জানিয়ে দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ৷ দীর্ঘদিন ধরে এ জেলার বিভিন্ন অঞ্চলে সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে৷ এবার থেকে কোন বেআইনি কার্যকলাপ ও খারাপ আচরণের অভিযোগ পেলে জেলা পুলিশ তাঁদের ডিউটি থেকে বসিয়ে দেবে৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে৷ Civic Volunteer Guidelines
সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে অভিযোগ
ইদানিং সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে একের পর এক অভিযোগ আসছে জেলা পুলিশ সুপারের দফতরে। সে কথা কার্যত স্বীকার করে নেন জেলা পুলিশের কর্তারা। তাঁদের জন্য যাতে পুলিশের ভাবমূর্তি নষ্ট না হয় তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ সংবাদমাধ্যমে জানিয়েছেন, সিভিক ভলান্টিয়াররা কর্তব্য ঠিকঠাক পালন না করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে৷ এরই মধ্যে জেলার বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে বসিয়ে দেওয়া হয়েছে৷ বাকিদের বিরুদ্ধে সব সময়ের জন্য খাঁড়া ঝুলে আছে বলে পুলিশ আধিকারিকরা সাফ জানিয়ে দেন৷
আচার আচরণে নজরদারি
জেলার ৫২৭৩ জন সিভিক ভলান্টিয়ারদের আচার আচরণে নজরদারি জোরদার করতে সব কটি থানাকে সজাগ করে দেওয়া হয়েছে। কোনও ভাবে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়লেই তড়িঘড়ি ব্যাবস্থা নিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার সমস্ত থানার আধিকারিকদের বলে দেওয়া হয়েছে প্রত্যেক সিভিক ভলান্টিয়ারের ব্যাক্তিগত জীবন সম্পর্কে খোঁজখবর নিয়ে জেলা দফতরে পাঠাতে হবে।
সিভিক ভলান্টিয়ারদের নির্দেশ
আর কয়েক দিন পরেই শারদ উৎসব। আর উৎসবের সময়ে সাধারণ মানুষকে সব রকমের সহযোগিতা করার জন্য সিভিক ভলান্টিয়ারদের নির্দেশ দেন পুলিশ আধিকারিকরা। নবান্নের নির্দেশ কার্যকর করতেই তাঁদের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।
Bengal: Civic Volunteer Guidelines. Nabanno has ordered a crackdown on civic volunteers in Purba Bardhaman due to multiple complaints. The police have already taken action against several individuals.