কলকাতা: বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী হত্যা মামলায় পরতে পরতে চমক৷ সুতপার বাবা স্বাধীন চৌধুরী বারবার দাবি করেছেন, ‘খুনি’ সুশান্ত চৌধুরীর সঙ্গে তাঁর মেয়ে সুতপা চৌধুরীর কোনও সম্পর্ক ছিল না। কিন্তু এবার সামনে এল সম্পূর্ণ উল্টো ছবি৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুশান্ত-সুতপার ঘনিষ্ঠ মুহূর্তের গুচ্ছ ছবি৷ ‘তপন ওয়াইটি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ছবিগুলি শেয়ার করা হয়েছে। যে ছবিগুলি সুশান্ত চৌধুরীকে ট্যাগ করা হয়েছে৷ যদিও এই সকল ছবিগুলির সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম।
আরও পড়ুন- ‘‘নেতারা সব নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত’, বিপ্লব ইস্তফা দিতেই খোঁচা কুণালের
ছবিগুলিতে কোথাও দেখা গিয়েছে সুশান্ত এবং সুতপা একে অপরকে আদরে ভরিয়ে দিয়েছে৷ প্রতিটি ছবিতেই তাঁরা ‘কাছাকাছি’ এসেছে। ছবিতে স্পষ্ট ধরা পরেছে তাঁদের রসায়ন৷ আর এই ছবিগুলি শেয়ার করেই সুতপার বাবার উদ্দেশে প্রশ্ন করেছেন ‘তপন ওয়াইটি’৷ তিনি সরাসরি লিখেছেন, ‘ছবিগুলো দেখে তো মনে হচ্ছে সুশান্ত এবং সুতপার মধ্যে একটা ভাল সম্পর্ক ছিল।’
এর পরেই তাঁর প্রশ্ন সুশান্ত সুতপাকে উত্যক্ত করত বা হুমকি দিত-এই অভিযোগগুলি আদৌ সত্যি তো? আরও একধাপ এগিয়ে ‘তপন ওয়াইটি’ নামে ওই পোস্টদাতার প্রশ্ন, ‘সুশান্ত এবং সুতপার সম্পর্কের অবনতি এবং তাঁদের এই চরম পরিণতির জন্য স্বাধীনবাবু দায়ী নন তো?’
এ ছবিগুলি কবে তোলা হয়েছে, কোথায় তোলা হয়েছে, তা অবশ্য এই পোস্ট থেকে জানা যায়নি৷ তবে যেভাবে সুশান্ত সুতপাকে কোলে তুলে নিয়েছে এবং একে অপরের গালে,মাথায় চুমু এঁকে দিয়েছে, তাতে ঘনিষ্ঠ সম্পর্ক ছাড়া এটা সম্ভব নয় বলেই অধিকাংশের ধারনা৷
শুক্রবার সুতপা ও সুশান্তর মোট ৯টি ছবি পোস্ট করেছেন ওই ইউজার৷ যা বহুবার শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>