কলকাতা: সকাল থেকেই আজ কলকাতা সহ আশেপাশের অঞ্চলের আকাশের মুখ ভার৷ এদিকে শুক্রবার রেড রোডে রয়েছে পুজোর কার্নিভাল৷ সেই অনুষ্ঠান আবার ভেস্তে দেবে না তো ‘অসুর’ বৃষ্টি? এ নিয়ে অনেকেই আশঙ্কিত। এই আবহে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পারদ বেশ কিছুটা নামবে৷ তবে হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার থেকে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই৷
উত্তরবঙ্গের আবহাওয়াও মোটের উপর শুষ্ক থাকবে বলেই উল্লেখ করা হয়েছে। হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে৷ তবে তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানাচ্ছে, ৩১ অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ ঝলমলে থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ, বিশেষ করে গাঙ্গেও পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে৷ আজকের মতোই আগামী কয়েকদিনেও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই৷