গরীবের টাকা মারবেন না, কেন্দ্রকে নিশানা করে ফের সরব মমতা

গরীবের টাকা মারবেন না, কেন্দ্রকে নিশানা করে ফের সরব মমতা

কলকাতা: কেন্দ্রের অর্থ বঞ্চনা নিয়ে ফের সরব হতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার পাঁচলায় একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ইস্যুতে ফের একবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তিনি। ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাজ যোজনা, ফুড সাবসিডি’র প্রসঙ্গ টেনে এদিন কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা। নরেন্দ্র মোদী সরকারের কাছে তাঁর ‘আর্জি’, গরীব মানুষ টাকা যেন না মারা হয়।

আরও পড়ুন- ধ্বংসস্তূপের তলা থেকে ভেসে এল ‘জন্মের কান্না’, উদ্ধার হল ‘মিরাকেল চাইল্ড’

পাঁচলায় ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা ছাড়াও আবাস যোজনা প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্র। ১১ লক্ষ বাড়ির টাকা পড়ে আছে বলে অভিযোগ তাঁর। অন্যদিকে, ফুড সাবসিডি’র টাকা কেটে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর কেন্দ্রের উদ্দেশ্যে বক্তব্য, গরীবের টাকা মারবেন না। তবে মমতার অভিযোগ এখানেই শেষ নয়। তিনি আরও দাবি করেছেন, বাংলার বাড়ি প্রকল্প থেকে শুরু করে গ্রামীণ রাস্তা তৈরির টাকাও কেন্দ্র আটকে রেখেছে। তাঁর ফের দাবি, রাজ্যের প্রাপ্য দেওয়া হচ্ছে না এদিকে রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।