কলকাতা: দু’দিন ব্যাপী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যের শিল্পাবস্থান নিয়ে ইতিমধ্যেই বড় দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই সম্মেলনের দ্বিতীয় দিনে কর্মসংস্থান নিয়েও তথ্য দিলেন তিনি। মমতার দাবি, দেশের কর্মসংস্থানে অবনতি হলেও বঙ্গের পরিস্থিতি তার উল্টো। বাংলায় কর্মসংস্থান অনেকটাই বেড়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তিনি দাবি করেন, যখন দেশের কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে , তখন এ রাজ্যে ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। তিনি জানান, রাজ্যে ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে শুধু চর্মশিল্পে। এছাড়া এদিন আলাদা করে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতি ঘটছে দিন দিন। তিনি পাশাপাশি এটাও মনে করিয়ে দেন, আজকে অনেকেই শপিং মলে যান। কিন্তু ছোট ছোট দোকানগুলিতেও অনেক ব্যবসা হয়। এছাড়া গ্রামীণ উন্নয়ন যা ঘটেছে সেটা সবার দেখে আসা উচিত বলে মন্তব্য করেন মমতা।