কলকাতা: পাঁচ বছর পর বিদেশ সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যাওয়ার আগে কিছুটা ধকল গিয়েছে তাঁর, কারণ নির্ধারিত সময়ে বিমান ছাড়েনি। কলকাতা বিমানবন্দর থেকে সকাল ৯ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমান, কিন্তু প্রায় দু’ঘণ্টারও বেশি সময় দেরিতে সেটি ছাড়ে। তাই মুখ্যমন্ত্রীকে অপেক্ষা করতে হয় কলকাতা বিমানবন্দরের ভিতরে।
কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান এত দেরি করল কেন? জানা গিয়েছে, এমিরেটস সংস্থার দুবাই থেকে কলকাতাগামী বিমানটি আসতে দেরি করেছিল। সকাল ৮টা ৫ মিনিটে বিমানের অবতরণ হওয়ার কথা থাকলেও সেটি দমদম বিমানবন্দরে এসে পৌঁছয় বেলা ৯ টা ৫১ মিনিটে। উড়ান সংস্থা সূত্রে জানানো হয়েছে, যেহেতু কলকাতাগামী বিমানটি বিমানবন্দরে অবতরণে দেরি করেছে, তাই বিমানটি রওনা দেওয়ার ক্ষেত্রেও দেরি হয়েছে। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সবশেষে তিনি দুপুর ১২টা ১ মিনিটের বিমানে দুবাই যাত্রা করেন।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যে বিদেশি লগ্নি টানতেই বিদেশ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে বিমানবন্দর থেকে সাংবাদিকদের উদ্দেশে বলে যান, প্রদীপে তেল ভরতেই এই বিদেশযাত্রা। মমতার সঙ্গে বাংলার শিল্পপতিদের একটি প্রতিনিধিদলও স্পেনে পাড়ি দিয়েছে। রয়েছেন কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরা। এই সফরে থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সুনীল ছেত্রীরও৷